Ad Code


Easy english words

Ticker

6/recent/ticker-posts

How to improve english speaking and writing skills at home?

80 ways you need to know to improve your English speaking and writing skills easily step by step at home.


English speaking



( 41 ) কেউ কোন কিছু না করে পারে না / পারলো না বুঝাতে
can not but + মূল verb
Or, can not help + ing যুক্ত verb


Structure : Subject + can not but + মূল verb + Obj./ Ext . 

Or , Sub + can not help + ing যুক্ত verb + Obj./ Ext . 

Note : বাক্যটি Past tense এর হলে can এর স্থলে could ব্যবহৃত হবে ।


Examples :

১. আমি এতিম বালকটাকে দেখাশোনা না করে পারি না I can not but look after the orphan boy. 

২. সে আমার সাথে দেখা না করে পারে না - He can not but meet me 

Or, He can not help meeting me. 

৩. সে আমার সাথে দেখা না করে পারলো না- He could not but meet me . 

Or, He could not help meeting me. 

৪. মেয়েটি চিৎকার না করে পারলো না- The girl could not but shout . 

৫. তুমি না হেঁসে পারলে না- You could not but laugh . 

৬. সে আমার সাথে দেখা না করে পারবে না- He can not but meet me .



( 42 ) কেউ কিছু করতে করতে কিছু করল 
( দ্বিরুক্তি- Doing ) 


Structure : 

Subject + verb + object + দ্বিরুক্তি মূলক verb টির সাথে ing যোগ । 


Examples :

১. মেয়েটি কাঁপতে কাঁপতে আমার কাছে এলো- The girl came to me trembling . 

২. সে নাচতে নাচতে এখান থেকে চলে গেল- He went away from here dancing . 

৩. সে ঠাট্টা করতে করতে আমাকে এই কথা বলল- He told me this jeering . 

৪. কঠোর পরিশ্রম করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে He has become ill working hard. 

৫. ছেলেটি পড়তে পড়তে পাগল হয়ে গেল - The boy became mad reading .



( 43 ) কেউ অতীতে নিয়মিত কিছু করত বুঝাতে 
( used to + Verb এর present form )


 Structure : Subject + used to + V + Obj./ Ext .


 Examples : 

১. আমি প্রতিদিন বাবার সাথে বাজারে যেতাম I used to go to market with 

2. ছেলেটি ছোটবেলায় খুব মিথ্যা কথা বলতো The boy used to tell a lie much in his boyhood. 

৩. দাদু প্রতিরাতে ঔষধ সেবন করতেন Grandfather used to take medicine in every night. 

৪. সে আমার জন্য প্রতিদিন অপেক্ষা করত না- He used not to wait for me every day. 

৫. আমি তার সাথে কথা বলতাম না- I used not to talk to him . my father everyday. 



( 44 ) কেউ কিছু করে কিছু করে / করেছিল / করবে বুঝাতে অথবা , করে , খেয়ে , গিয়ে ৭ মী বিভক্তি 
(Present participle আকারে )


Structure : বিভক্তি যুক্ত verb এর সাথে ing যোগ + object + comma ( , ) + Tense অনুযায়ী পরবর্তী clause . 


Examples : 

১. দরজাটি বন্ধ করে আমি মাঠে গিয়েছিলাম- Closing the door, I went to the field 

২. নাটকটি দেখে তারা ঘুমাতে যায়- Enjoying the drama, they go to sleep.

৩. কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি করেছে Working hard , he has prospered in life. 

৪. আমরা ভালো খেলে ম্যাচে জয়লাভ করেছিলাম- Playing well , we won the match . 

৫. পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল- Seeing the police, the thief ran away. 



( 45 ) কেউ কারো চেয়ে ছোট / বড় বুঝাতে
( senior / junior ) 


Structure : Subject + be verb + senior / junior + to + Object + by + সময় 


Examples : 

১. সে আমার চেয়ে পাঁচ বছরের বড়- He is senior to me by five years. 

২. আমি তোমার চেয়ে তিন বছরের ছোট- I am junior to you by three years . 

৩. সে তোমার চেয়ে পাঁচ বছরের বড় না- He is not senior to you by five years. 

৪. তুমি কি তার চেয়ে দুই বছরের বড় ? - Are you senior to him by two years? 

৫. আমি তার থেকে / চেয়ে ১ বছরের বড় ছিলাম- I was senior to him by one year. 

৬. সে আমার থেকে ২ বছরের বড় হবে- He will be senior to me by two years.



 ( 46 ) সময় বুঝাতে 
( past / to ) 


Structure : It + be verb + মিনিট + past / to + ঘণ্টা 


Note : সময় বাকি থাকলে to কিন্তু বেশী হয়ে গেলে past বসাতে হয় । 


Examples: 

১. এখন সাতটা বেজে ৫ মিনিট - It is 5 minutes past 7 now. 

২. এখন ১১ টা বাজতে ১০ মিনিট বাকি- It is 10 minutes to 11 now .

৩. এখন পৌনে তিনটা বাজে ( তিনটা বাজতে বাকি ) - It is a quarter to three now . 

৪. এখন সোয়া দশটা বাজে ( দশটা বেজে বেশি ) - It is a quarter past 10 now . 

৫. এখন সাড়ে পাঁচটা বাজে - It is half past five now. 

৬. তখন ছিল সাড়ে ১০ টা- It was half past 10 then.



( 47 ) কোন কিছু করার জন্য কিছু করা বুঝাতে অথবা , দুই ক্রিয়া
 ( Infinitive ' to ' ) 


Structure : Tense অনুযায়ী main clause + to + verb + Object / Extension . 


Examples : 

১. ছাত্র ছাত্রীরা শেখার জন্য স্কুলে যায়- The students go to school to learn. 

২. আমি বইটি সংগ্রহ করতে পাঠাগারে গিয়েছিলাম I went to the library to collect the book. 

৩. আরোগ্য লাভের জন্য আমি প্রচুর ঔষুধ খেয়েছিলাম I took a lot of medicine to come round. 

৪. স্বাস্থ্য ঠিক রাখার জন্য তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে You have to take exercise regularly to keep your body fit. 

৫. ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য আমরা প্রধান শিক্ষকের নিকট আবেদন করব We shall apply to our principal to go to enjoy the football match. 



 ( 48 ) দীর্ঘাকার কর্তা ( Preposition ' of ' এর ব্যবহার ) 


Structure : জিনিসটা / বিষয়টা + of + স্থানটা + be verb + adjective . 


Examples : 

১. চট্টগ্রামের পাহাড়ী দৃশ্য খুবই মনোরম The hill scenery of Chittagong is very charming. 

২. এই নদীর পানি লবণাক্ত- The water of this river is salty. 

৩. এই কলেজের ছাত্র ছাত্রীরা খুবই বাধ্যগত The students of this college are very obedient. 

৪. তাদের পুকুরের মাছ খুবই সুস্বাদু- The fish of their pond is very tasty. 

৫. আমাদের গ্রামের মানুষগুলি খুবই সহজ সরল The people of our village are very easy and simple.



( 49 ) কোন কিছু করা ....... কেমন বুঝাতে অথবা , ক্রিয়াবাচক কর্তা 
( Verbal ' Subject ' ) 


Structure : i ) It is / isn't + adjective + ( for + / + to + verb + Extension . 

            Or , ii ) Verb c ing + prepositional phrase + be verb + adjective / বাকি অংশ । 

            Or , iii ) To + Verb + prepositional phrase + be verb + adjective / বাকী অংশ । 


Examples : 

১. সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভাল It is good for health to walk in the morning. 

Or, Walking in the morning is good for health. 

Or, Walking in the morning is good for health. 

২. নিয়মিত পত্রিকা পড়া একটা ভালো অভ্যাস It is a good habit to read a newspaper regularly. 

            Or, Reading / To read a newspaper regularly is a good habit. 

৩. পৃথিবীর জন্য শান্তি প্রতিষ্ঠা করা জরুরি It is urgent for the world to establish peace. 

            Or, Establishing / To establish peace is urgent for the world. 

৪. ইংরেজী শেখা কঠিন নয়- It isn't difficult to learn English. 

            Or, Learning / To learn English isn't difficult. 

৫. জ্ঞান অর্জন করা কঠিন- It is difficult to acquire knowledge. 

            Or,  Acquiring / To acquire knowledge is difficult. 

৬. সময় নষ্ট করা খারাপ- It is bad to waste time. 

            Or, Wasting / To waste time is bad.



( 50 ) কেউ .......... 1 ( Nobody )


Structure : No + Subject + be verb + মূল verb + Objecti বাকি অংশ ।


Note : বাক্যে কেউ না থাকলে Nobody বসে । 


Examples : 

১. বাতাস ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না- No animal can live without air . 

২. শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না No nation can prosper without education . 

৩. কোন স্ত্রী তার স্বামীর ভাগ দেয় না- No wife shares her husband . 

৪. হাত ছাড়া কেউ কাজ করতে পারে না- Nobody can work without hand . 

৫. কোন মা তার সন্তানকে ঘৃণা করে না- No mother hates her child . 

৬. বর্তমানে মোবাইল ছাড়া কেউ চলতে পারে না At present nobody can move without mobile.


( 51 ) কোথাও .......... না ( Nowhere ) 


Structure : Sub + be verb + মূল verb + Obj . + nowhere .


 Examples : 

১. আমরা কোথাও থামবো না- We shall stop nowhere . 

২. আমরা কোথাও বিষয়টি আলোচনা করিনি We have discussed the matter nowhere. 

৩. তাকে কোথাও দেখা যায়নি- He has been seen nowhere. 

৪. আমি তোমার জন্য কোথাও যাব না- I shall go for you nowhere . 

৫. আমি গতকাল কোথাও গিয়েছিলাম না- I went nowhere yesterday . 


"অন্যের প্রতি তেমন ব্যবহারই কর , যেমন তুমি অন্যের কাছ থেকে আশা কর ।"



54 ) একটি কাজ হতে না হতেই / করতে না করতেই আরেকটি কাজ হল / করল বুঝাতে 
( No sooner had .... than .) 


Structure : No sooner + had + subject + Verb এর past | participle form + object + than + subject + Verb এর past form + object / Extension .


 Examples :

 ১. চোরটা পুলিশটাকে দেখতে না দেখতেই পালিয়ে গেল No sooner had the theif seen the police than he ( the theif ) ran away . 

২. সে মিথ্যা বলতে না বলতেই আমরা বুঝে ফেললাম

No sooner had he told a lie than we understood. 

৩. গাসটি পড়তে না পড়তেই ভেঙ্গে গেল No sooner had the glass dropped down than it broke 

৪. সে আসতে না আসতেই তারা চলে গেল No sooner had he come than they went away. 

৫. বৃষ্টি আরম্ভ হতে না হতেই আমরা খেলা বন্ধ করলাম No sooner had the rain started than we stopped playing .



( 55 ) বরং .......তবুও  ( rather ....... than ) 


Structure: মিল পাওয়া অংশটুকু + rather + positive অংশ + than + Negative অংশ । 


Examples : 

১. আমি বরং মাছ খাব তবুও মাংস খাব না- I shall eat rather fish than meat . 

২. আমি বরং একটি জামা কিনবো তবুও প্যান্ট কিনবো না I will buy rather a shirt than a pant .

 ৩. আমরা বরং তার ভাইকে দাওয়াত করবো তবুও তাকে দাওয়াত করবো না- We shall invite rather his brother than him . 

৪. সে বরং গান গাইবে তবুও নাচবে না- He will rather sing than dance . 

৫. আমরা বরং পত্রিকা পড়বো তবুও উপন্যাস পড়বো না We shall read rather newspaper than novel .



 ( 56 ) সহজটি - ই - না আর কঠিনটি ( let alone ) 


Structure : Subject + be verb + not + মূল verb + সহজটি let alone + কঠিনটি 


Examples : 

১. সে একমাইল - ই হাঁটতে পারে না আর ১০ মাইল হাটবে He can not walk a mile let alone ten miles 

2. সে বাংলা - ই বলতে পারে না আর ইংরেজী বলবে He can not talk Bengali let alone English.

৩. সে আমাকে ফোন তাই করে না আর চিঠি লিখবে He doesn't phone me let alone write a letter . 

4. সে নামাজ তাই পড়তো না আর রোজা রাখতো He did not say his prayer let alone fast. 

5. মেয়েটি তার বাবাকে তাই দেখেনি তার দাদা দূরে থাক The girl has not seen her father let alone her grandfather.


( 57 ) কারণে ( because of )


Structure: Tense অনুযায়ী main clause + because of + possessive case + noun + ....


 Examples : 

১. অসুস্থতার কারণে আমি কলেজে যেতে পারলাম না I could not go to college because of my illness.

 Note : কারণ সম্বলিত বাক্যাংশের আগে because of বসাতে হয় । 

            * এখানে , আমি কলেজে যেতে পারলাম না একটি Clause .....

            * My হলো Possessive যা “ I ” subject হতে উদ্ভুত । 

            * Illness হল noun যা ' ill ' adjective হতে উদ্ভুত । 


২. দারিদ্র্যতার কারণে সে এ বছর ফরম ফিলআপ করতে পারলো না He could not fill up form in this year because of his poverty . 

৩. ইংরেজীতে দূর্বলতার কারনে সে অকৃতকার্য হয়েছে He has been failed because of his weakness in English . 

৪. তার সরলতার কারণে সে ঠকেছিল He was deceived because of his simplicity . 

৫. শিক্ষাগত যোগ্যতার কারণে তিনি এই উচ্চ পদটি পেয়েছেন He has got this high post because of his educational qualification .



( 58 ) সত্ত্বেও ( Inspite of )


Structure : Inspite of + possessive + noun + clause ( Sub . + verb + Ext . ) 


Examples : 

১. লোকটি গরীব হওয়া সত্ত্বেও সৎ- In spite of his poverty, the man is honest. 

২. অলসতা সত্ত্বেও সে ভালো ফলাফল করেছিল Inspite of his laziness, he made a good result.

 ৩. তার ব্যস্ততা থাকা সত্ত্বেও সে এখানে এসেছিল Inspite of his having business , he came here .

 ৪. অংকটি কঠিন হওয়া সত্ত্বেও সে করতে পেরেছিল In spite of its difficulty, he could do the sum. 

৫. তাদের মনোযোগিতা সত্ত্বেও তারা এই পাঠটি বুঝতে পারলো না Inspite of their sincerity, they could not make out this lesson. 



( 59 ) অন্যতম ( one of the )


 Structure : Subject + be verb + one of the + Adjective এর superlative form + Object ( plural ) + prepositional phrase .


 Examples : 

১. আম আমাদের দেশের সুস্বাদু ফলগুলোর মধ্যে অন্যতম Mango is one of the most delicious fruits in our country. 

২. সে আমাদের গ্রামের ভদ্র মানুষদের মধ্যে অন্যতম He is one of the most gentle persons in our village. 

৩. ঢাকা পৃথিবীর বড় শহরগুলির মধ্যে অন্যতম Dhaka is one of the biggest cities in the world. 

৪. সম্রাট আকবর এই উপমহাদেশের বিখ্যাত শাসকদের মধ্যে অন্যতম- Emperor Akbor is one of the most famous rulers in this subcontinent. 

৫. কাজী নজরুল বিশ্বের বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম Kazi Nazrul is one of the most famous poets in the world.



( 60 ) সব থেকে ভাল (Superlative)


Structure : Subject + be verb + the + adjective- এর super - lative form + object + prepositional phrase . 


Examples : 

১. করিম আমাদের ক্লাসের সব থেকে ভাল ছাত্র Karim is the best student in our class . 

২. রীনা আমাদের গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে Rina is the most beautiful girl in our village. 

৩. আমি এই গ্রামের মধ্যে সব থেকে সুখী মানুষ I am the happiest man in this village . 

৪. এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর ছিল It was the largest pond in our village. 

৫. সোনা পৃথিবীর সবচেয়ে বেশী মূল্যবান ধাতু Gold is the most precious metal in the world. 



( 61 ) যে ছেলেটা / যে লোকটা 

( Relative Pronoun “ Who " )


 Structure : টা / টি যুক্ত ব্যক্তি + who + মূল verb + object + be verb + adjective / noun. 


Examples : 

১. যে লোকটা তোমাকে ডেকেছিল সে একজন শিক্ষক The man who called you was a teacher . 

২. যে মেয়েটি খাবার রান্না করেছিল সে আমার বোন

The girl who cooked the food was my sister. 

৩. যে ছেলেটি ক্লাসে প্রথম হয়েছে সে খুব ভদ্র The boy who has stood first in the class is very gentle. 

৪. যারা সেখানে গিয়েছিল তারা আমার বন্ধু Those who went there were my friends. 

৫. যে ছেলেটি ছবি আঁকছে সে খুব ভাল ছাত্র n The boy who is drawing a picture is a very bright student.


 ( 62 ) যে ছেলেটিকে / যে লোকটিকে 
( Relative Pronoun “ Whom " ) 


Structure : টাকে / টিকে যুক্ত ব্যক্তি + whom + Subject + verb + object ( যদি থাকে ) + মূল verb + noun / adjective .


 Examples :

 ১. তুমি যে ছেলেটাকে মানুষ করেছিলে সে এখন একজন ডাক্তার The boy whom you brought up a doctor now .

 ২. যে ছেলেটাকে তুমি বইটি দিয়েছিলে সে গতকাল এখানে এসেছিল The boy whom you gave the book came here yesterday. 

৩. যে মেয়েটাকে আমি ইংরেজী শেখাই সে গতকাল আমার বোনকে ফোন করেছিল The girl whom I teach English phoned my sister yesterday. 

৪. তোমরা যে মহিলাটিকে সাহায্য করেছিলে সে ছিল খুবই অসহায় The woman whom you helped was very helpless . 

৫. তুমি যাকে বকেছিলে সে ছিল আমার বোন- She whom you rebuked was my sister.



( 63 ) যে সংবাদটা / যে বিষয়টা 
(অস্পর্শমূলক- Relative pronoun " What / That " ) 


Structure : টা / টি যুক্ত শব্দ + what / that + subject + be verb মূল verb + be verb + noun / adjective .


 Examples : 

১. আমরা যে সিনেমাটা দেখেছিলাম তা ছিল শিক্ষামূলক The cinema that we enjoyed was instructive . 

২. তুমি যে সংবাদটা শুনেছ তা সত্য না The news what / that you have heard is not true. 

৩. আমার ভাই তাকে যে উপদেশ দিয়েছিল তা ছিল খুবই কার্যকর The advice what my brother gave him was very effective . . 

4. আমি যা ভেবেছিলাম তাই সত্য হল The affair that I guessed become accurate. 

5. আমি যা বলি তাই করি - I do what I say .



 ( 64 ) যে কলমটা / যে বাড়িটা 
(বস্তুবাচক- Relative pronoun " Which " ) 


Structure : টি / টা যুক্ত বস্তু + which + subject + মূল verb + be verb + adjective / noun .


 Examples : 

১. সে যে কলমটা হারিয়েছে সেটা লাল- The pen which he has lost is red 

২. আমি পড়ছিলাম সেটা আমার বন্ধুর লেখা The letter which I was reading was written by my friend. 

3. বাবা আমাকে যে উপহারটা দিয়েছিল সেটা দামি The gift which my father presented me was valuable. 

5. যে কলমটা দিয়ে আমি চিঠিটা লিখেছিলাম সেটা নতুন The pen with which I have written the letter is new. 

6.আমি যে তাকে ভালোবাসি তা সবার জানা I love her which is known to all.

৬. যে গাড়িটা সে ভাড়া করেছিল আমি তা দেখেছিলাম I saw the car which he hired.



( 65 ) যখন ........... তখন (when ........)


 Structure : When + Tense অনুযায়ী ১ ম clause + comma ( , ) + Tense অনুযায়ী ২ য় clause .


 Examples : 

১. যখন আমি বাড়ি গিয়েছিলাম তখন মাকে ঘুমন্ত দেখলাম When I went home, I found my mother asleep. 

২. যখন তোমরা আমাকে ডাকবে তখন আমি আসবো When you call me , I shall come.

৩. আমরা যখন স্কুলে যাচ্ছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল When we were going to school, it was raining. 

৪. যখন প্রচন্ড শীত পড়ে তখন গরীবদের কষ্টের শেষ থাকে না When it feels bitter cold, the sufferings of the poor know no bounds. 



( 66 ) যে ( that ) 


Structure: Tense অনুযায়ী ১ ম clause + that + ২ য় clause. 


Examples: 

১. তার উচ্চস্বর প্রমাণ করে যে , সে বাচাল His loud voice proves that he is talkative . 

২. মেয়েটির মিথ্যা বলাটা প্রমাণ করে যে সে মিথ্যাবাদী Her false statement proves that the girl is a lair. 

৩. আমরা তার লেখা পড়ে বুঝতে পারলাম যে সে একজন ভালো লেখক We could understand by reading his writing that he is a good writer. 

৪. তার অসৎ আচরণ বোঝায় যে সে দুষ্টু His bad behaviour refers that he is naughty.



( 67 ) যেন ( so that )  


Structure : Tense অনুযায়ী ১ ম clause + so that + subject + can / may / could / might + মূল verb + object / বাকি অংশ ।


 Note : ১ ম clause টি যে tense এর হবে ২ য় clause টিও সেই tense- এর হবে । 


Examples : 

১. আমরা বিষয়টি পুলিশকে জানাবার জন্য থানায় গিয়েছিলাম We went to the thana so that we could inform the police. 

Note : এ ধরনের বাক্য ভেঙ্গে নিতে হবে এভাবে যে , আমরা থানায় গিয়েছিলাম যেন বিষয়টি পুলিশকে জানাতে পারি । 

২. তোমার সাথে দেখা করার জন্য তারা এখানে এসেছিল They came here so that they could / might meet you . 

৩. ফুটবল খেলা দেখার জন্য আমরা একটি টেলিভিশন কিনব We shall buy a television so that we can enjoy the football match . 

৪. আমাদের বাড়িতে আসার জন্য আমি তাকে একটি চিঠি লিখব অথবা , আমি তাকে একটি চিঠি লিখব যেন সে আমাদের বাড়িতে আসে I will write him a letter so that he may visit to our home . 

Note: প্রথম Clause টি Present / Future Tense এর হলে can / may এবং Past Tense হলে could / might বসবে ।



( 68 ) যেহেতু .... সেহেতু ( As / Since ... ) 


Structure : As / since + Tense অনুযায়ী ১ ম clause + comma ( , ) + ২ য় clause . -


 Examples : 

১. যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি ভালো খেলতে পারলাম না As / Since I was ill , I could not play well . 

২. যেহেতু সে মিথ্যাবাদী সেহেতু কেউ তাকে বিশ্বাস করে না As / Since he is a liar , nobody believes him .

 ৩. যেহেতু অংকটি কঠিন তাই সে তা করতে পারলো না As / Since the sum was hard, he could not make out it.

 ৪. তার বাবা খুব দয়ালু তাই তিনি গরীবদের সাহায্য না করে পারেন না As / Since his father is very kind, he can not but help the poor. 

৫. আমরা তাকে দাওয়াত করেছিলাম বলে সে এসেছিল As / Since we invited him , he came .



( 69 ) যদিও ....... তবুও / তথাপী ( Though .... , )


Structure : Though / Although + ১ ম clause + comma ( , ) + ২ য় clause . 


Note : ১ ম clause টি যে Tense- এর হবে , ২ য় clause টিও সেই Tense এর হবে । 


Examples: 

১. যদিও সে ধনী তবুও সে অসুখী- Though he is rich, he is unhappy. 

২. যদিও সে আমাকে দেখেছিল তবুও আমাকে ডেকেছিল না Though he saw me , he did not call me . 

৩. যদিও মহিলাটি এখানে সুখী ছিল তবুও সে এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল Though the woman was happy , she left this place.

৪. যদিও আমরা প্রতিবাদ করছিলাম তবুও / কিন্তু কোন কাজ হয়েছিল না Though we protested , it did not come into effect .

 ৫. যদিও সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে পাশ করেছিল না Though he worked hard , he did not pass . 


Note : উপরোক্ত বাংলা বাক্যগুলোর গঠন নিম্নরূপ হতে পারে । সেক্ষেত্রেও ঐ নিয়মে ইংরেজী করতে হয়- যেমনঃ উপরোক্ত প্রথম বাক্যটিকে লেখা যায় , ধনী হয়েও সে অসুখী । তেমনি দ্বিতীয় বাক্যটিকে লেখা যায় , সে আমাকে দেখলেও ডাকেনি এবং চতুর্থ বাক্যটিকে লেখা যায় , আমরা প্রতিবাদ করলেও কোন কাজ হলো না ।



( 70 ) এটা না হয় ওটা ( Either ...... or ) 


Structure : মিল পাওয়া অংশটুকু + either + ১ ম অমিল + or + ২ য় অমিল ।


 Examples : 

১. আমরা একটি গরু নইলে একটি ছাগল কিনবো We shall buy either a cow or a goat , 

ব্যাখ্যাঃ 

আমরা একটি গরু কিনব- We shall buy a cow . 

আমরা একটি ছাগল কিনব- We shall buy a goat . 

এখানে , মিল পাওয়া অংশটুকুকে ( We shall buy ) বাঁকা হরফ দ্বারা লেখা হয়েছে এবং ম অমিল a cow ও ২ য় অমিল a goat এখন , তোমরা এটাকে উপরের বাক্যের সাথে মিলিয়ে দেখ । 

২. দাদু পত্রিকা নইলে উপন্যাস পড়ছিলেন Grandfather was reading either newspaper or novel. 

৩. আমি মাকে ফোন করবো নইলে চিঠি লিখবো I shall either phone or write a letter to my mother. 

৪. আমি নইলে আমার ভাই তোমার সাথে দেখা করবে Either I or my brother will meet you . 



( 71 ) এটাও না ওটাও না ( neither ...... nor ) 


Structure : মিল পাওয়া অংশটুকু + neither + ১ ম অমিল + nor + ২ য় অমিল । 


Examples :

 ১. মেয়েটি হাসেও না কাঁদেও না- The girl neither laughs nor cries . 

২. সে পড়তেও পারে না লিখতেও পারে না- He can neither read nor write . 

৩. সাকিব অথবা সাব্বির তার সহপাঠি ছিল না Neither Sakib nor Sabbir was his classmate .

৪. আমি ও সে কেউই তোমাকে চিনি না- Neither I nor he knows you . 

৫. বাবুল এখানে আসবে না এবং টুটুল ও- Neither Babul nor Tutul will come here 

Note : either ... or এবং neither nor এর ক্ষেত্রে or ও nor- এর পরে যে subject টা বসে সেই subject অনুযায়ী - ই verb গঠিত হয় । তবে কোন একটা subject যদি plural হয় তাহলে সেটা or অথবা nor এর পরে বসে এবং সেই plural subject অনুযায়ী verb বসে । 


যেমনঃ হয় নীলা নতুবা তার বোনেরা সেজানের কাছে পরিচিত Either Nela or her sisters are known to Sejan . 



(72) শুধু এটাই না ওটাও ( Not only . but also ) 


Structure : মিল পাওয়া অংশটুকু + not only + ১ ম অমিল + but also + ২ য় অমিল । 


Examples

জেলেরা শুধু পুকুরেই মাছ ধরে না নদীতেও মাছ ধরে The fishermen catch fish not only in the pond but also in the river . 

ব্যাখ্যাঃ জেলেরা পুকুরে মাছ ধরে- The fishermen catch fish in the pond .

জেলেরা নদীতে মাছ ধরে- The fishermen catch fish in the river . 

এখানে , মিল পাওয়া অংশটুকুকে ( The fishermen catch fish ) বাঁকা হরফ দ্বারা লেখা হয়েছে এবং ১ ম অমিল in the pond ও ২ য় অমিল in the river . এখন তোমরা এটাকে উপরের বাক্যের সাথে মিলিয়ে দেখ । 

২. তারা শুধু একটি বাড়ি - ই না একটি গাড়িও কিনবে . They will buy not only a house but also a car 

৩.ভ্রমণ শুধু আনন্দ দায়ক - ই না শিক্ষা মূলকও বটে Journey is not only enjoyable but also educative . 

৪. মেয়েটি শুধু চা - ই তৈরি করেছিল না ভাতও রান্না করেছিল The girl not only made tea but also cooked rice .

৫. বাবা শুধু আমাকে - ই না আমার ছোট বোনকেও ভালোবাসেন Father loves not only me but also my younger sister.



( 73 ) পর্যন্ত / না পর্যন্ত ( till / until )


Stucture Tense অনুযায়ী  + "পর্যন্ত" এর পরের অংশ   + till / until  পর্যন্ত  এর আগের অংশ

[ Note : বাক্যে শুধু মাত্র পর্যন্ত থাকলে till এবং না ..... পর্যন্ত থাকলে until ব্যবহৃত হবে । ] 


Examples : 

১. বেলা ১১ টা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম I had waited for you till 11 a.m. 

২. সে সত্য কথা না বলা পর্যন্ত আমরা তাকে ছাড়বো না We shall not have left him until he speaks the truth 

৩. আমি গোসল না করা পর্যন্ত মা আমাকে ভাত দিয়েছিলেন না Mother did not give me rice until I took bath . 

৪. শিশুটি টাকা না পাওয়া পর্যন্ত কান্না থামাল না The children did not stop its crying until it got money. 


( 74 ) তুলনামুলক ( comparative ) 


Structure : Subject + be verb + adjective- comparative form + then + object + বাকি অংশ


Examples : 

১. মেয়েটি ছেলেটির থেকে বেশী বুদ্ধিমতি The girl is more intelligent than the boy 

২. কফি চায়ের চেয়ে বেশী সুস্বাদু- Coffee is more delicious than tea.

৩.ট্রেন ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে বেশী আনন্দদায়ক The train journey is more pleasant than the bus journey. 

৪. সিংহ বাঘের চেয়ে বেশী শক্তিশালী- Lion is more powerful than a tiger. 

৫. সে আমার চেয়ে বেশী বোঝে- He understands more than I. 



( 75 ) যত ............. তত বুঝাতে
 The + comparative ' , the + comparative


 যত পড়বে তত জানবে । যত ঘুমাবে তত অলস হবে । এধরনের বাক্যকে ইংরেজীতে প্রকাশ করার জন্য double comparative ব্যবহার করতে হয় । 

এক্ষেত্রে উভয় অংশের verb একই- tense এর হবে । অবশ্য present + future tense ও হতে পারে । অনেক সময় আবার verb উহ্য থাকে তবে বাক্য থেকে তা বুঝে নেয়া যায় । কতিপয় উদাহরণ লক্ষ্য করা যাক ; 


Examples : 

১. যত পড়বে তত শিখবে - The more you read, the more you learn. 

২. তুমি যত ঘুমাবে তত অলস হবে - The more you sleep, the more lazy you will be. 

৩. তারা যতই বড় হবে জীবন ততই কঠিন হবে । The bigger they grow, the harder the life will be. 

৪. যত আগে হয় তত ভালো - The earlier , the better . 

৫. সে যত তাড়াতড়ি ঔষধ খাবে তত তাড়াতাড়ি সুস্থ হবে - The earlier he takes medicine, the sooner he will come round 



( 76 ) গুরুত্ব দেয়ার জন্য ( It's + Subject + who)


অনেক ক্ষেত্রে কথায় জোর দিতে হয় যেমন- তিনিই এর জন্য দায়ী ! আমিই তা করব । আর এ ধরনের বাক্যের ইংরেজী করতে নিচের Structure টি অনুসরণ করতে হবে ।

Structure : It's + Subject + who + verb + Ext . 


Examples : 

১. তোমারাই দোষী - It's you who are to blame. 

২. এর জন্য তিনিই দায়ী- It's he who is responsible for this. 

৩. আমরাই তাকে বিয়ে দেব- It's we who will get him married. 

৪. আলাহ - ই আমাদের সাহায্য করতে পারেন- It's Allah who can help us . 

৫. সে - ই তার মৃত্যুর জন্য দায়ী - It's he who is responsible for his death. 



( 77 ) কেউ কিছু করতে যাচ্ছে বুঝাতে 


Structure : Subject + am / is / are + going to + Verb এর present form + Ext .


Examples : 

১. সে ভাত খেতে যাচ্ছে- He is going to eat rice.

২. ছাত্ররা বই কিনতে যাচ্ছে- The students are going to buy books. 

৩. আমি তাকে স্কুলে ভর্তি করতে যাচ্ছি- I'm going to admit him in the school. 

৪. সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে- He is going to start a business.



 ( 78 ) কেউ কিছু হতে যাচ্ছে বুঝাতে 


Structure : Subject + am / is / are + going to be + adjective / noun / Verb এর past participle form + Ext .


Examples : 

১. আমরা অতিথি হতে যাচ্ছি- We are going to be guests. 

২. সে একজন পূর্ণাঙ্গ মানুষ হতে যাচ্ছে- He is going to be a perfect man. 

৩. বাংলাদেশ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে Bangladesh is going to be turned into a desert. 

৪. সে স্কুলে ভর্তি হতে যাচ্ছে- He is going to be admitted into the school.



79 ) কেউ কাউকে দিয়ে কিছু করায় / করিয়েছিল করাবে বুঝাতে


Structure : Subject + make / made / shall or will make ব্যক্তিবাচক Object + মূল verb + Extension . 


Examples: 

১. আমি তাকে দিয়ে কাজটি করাই -- I make him do the work. 

২. তিনি আমাকে দিয়ে বইটি লেখান - He makes me write the book. 

৩. সে তোমাকে দিয়ে টাকা আনিয়েছিল- He made you bring the money 

৪. আমি তোমাকে দিয়ে বইটি পড়াব- I shall make you read the book



 80 ) কোন কিছু বলতে বুঝায় / কোন কিছু মানে বুঝাতে 


Structure : Subject + means / is + noun + Ext .


Examples : 

১. বৃক্ষরোপন বলতে ব্যাপকভাবে গাছপালা রোপন করাকে বুঝায় 

২. লোড শেডিং বলতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা বুঝায়- Load shedding means/is the suspension of the supply of electricity for a certain period. 

৩. স্কুল ম্যাগাজিন বলতে বুঝায় / হল স্কুলের বার্ষিক প্রকাশনা যাতে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের সাহিত্য ধর্মী লেখা - লেখি থাকে- A school magazine means/is an annual publication of the school that contains the literary writings of the students and the teacher.

৪. বই মেলা বলতে একটি আকর্ষণীয় মেলাকে বুঝায় যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত ও বিক্রি হয়- A book fair means/is an attractive fair where different types of books are displayed and sold.


Post a Comment

1 Comments

  1. এর আগে অনেক আমি অনেক রুল ফলো করেছি ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু এটা রুলস আমার কাছে অনেক সহজ লেগেছে এবং আমি অনেক কিছু শিখতে পেয়েছি এখান থেকে Thank you

    ReplyDelete

Cookies consent

This website uses cookies to give you a better browsing experience. By using our website, do you agree to the use of cookies?

Learn more