Speaking English is easy; follow some methods and also speak English properly with grammar.
So, let's read
( 1 ) হই , হয় , হও , হন ( am / is / are )
বাংলা বাক্যে যদি হই , হয় , হও , হন থাকে তাহলে তার ইংরেজীতে Subject- এর number ও person অনুসারে am / is / are ব্যবহৃত হয় ।
[ Subject 3rd person singular number হলে is, 1st person singular number হলে am এবং অন্য সকল ক্ষেত্রে are বসে । ]
[ Subject 3rd person singular number হলে is, 1st person singular number হলে am এবং অন্য সকল ক্ষেত্রে are বসে । ]
Examples :
আমি হই- I am
তোমরা / তুমি হও- You are
সে হয় - He is
করিম হয়- Karim is
তারা হয়- They are
আমরা হই- We are
আপনি হন- You are
আমরা জানি বাংলা বাক্যের ক্রিয়া ( Verb ) সাধারণত বাক্যের শেষে থাকে কিন্তু বাংলা বাক্যে অনেক সময় Verb ( ক্রিয়া ) থাকে না ।
আবার , যেহেতু ইংরেজী বাক্য Verb ছাড়া গঠিত হতে পারে না সেহেতু ক্রিয়াবিহীন বাংলা বাক্যের ইংরেজী করতে Verb হিসেবে am / is / are ব্যবহৃত হয় ।
তোমরা / তুমি হও- You are
সে হয় - He is
করিম হয়- Karim is
তারা হয়- They are
আমরা হই- We are
আপনি হন- You are
( 2 ) ক্রিয়া বিহীন বাংলা বাক্য- ( am / is / are )
আমরা জানি বাংলা বাক্যের ক্রিয়া ( Verb ) সাধারণত বাক্যের শেষে থাকে কিন্তু বাংলা বাক্যে অনেক সময় Verb ( ক্রিয়া ) থাকে না ।
আবার , যেহেতু ইংরেজী বাক্য Verb ছাড়া গঠিত হতে পারে না সেহেতু ক্রিয়াবিহীন বাংলা বাক্যের ইংরেজী করতে Verb হিসেবে am / is / are ব্যবহৃত হয় ।
এক্ষেত্রে ক্রিয়া বিহীন বাংলা বাক্যের শেষ শব্দগুলো noun ( বিশেষ্য ) অথবা adjective হয় ।
ক্রিয়া বিহীন বাংলা বাক্যের ইংরেজী Structure হবে নিম্নরূপঃ
Affirmative : Subject + am / is / are + noun / adjective / ( adjective + noun ) + Extension .
Negative : Subject + am not is not / are not + noun / adjective / ( adjective + noun ) + Extension
Note : ক্রিয়া বিহীন বাংলা বাক্যটি না - বোধক হলে বাক্যের শেষে সাধারণত নই , নও , নয় , নন ইত্যাদি থাকে এবং এদের আগেই noun বা adjective থাকে ।
Example :
আমি একজন নাগরিক- I am a citizen . [ প্রদত্ত বাংলা বাক্যের শেষ শব্দটি " নাগরিক " কোন verb নয় । তা হল একটি noun . ]
Note : বাংলা বাক্যের শেষ শব্দটি noun নাকি adjective তা জানার সহজ উপায় হল
( ১ ) বাক্যের কর্তার কাছে কি দ্বারা প্রশ্ন করে যদি বাক্যের শেষের শব্দটি উত্তর হিসেবে পাওয়া যায় , তাহলে তা হবে Noun ( বিশেষ্য )
যেমনঃ আমি একজন ছাত্র । প্রশ্নঃ আমি কি ? উত্তরঃ ছাত্র । সুতরাং , “ ছাত্র ” হল বিশেষ্য ( noun ) . বাক্যের কর্তার কাছে কেমন দ্বারা প্রশ্ন করে যদি বাক্যের শেষের শব্দটি উত্তর হিসেবে পাওয়া যায় , তাহলে তা হবে adjective ( বিশেষণ ) ।
যেমনঃ তারা ক্লান্ত । প্রশ্ন : তারা কেমন ? উত্তর : ক্লান্ত । সুতরাং , “ ক্লান্ত ” হল বিশেষণ
Examples :
১. সে খুব দয়ালু , দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ Hi is very kind , responsible and co - operative .
২. বিশেষ করে বাস ভ্রমণ আমার কাছে খুব মজার ও উপভোগ্য Specially a journey by bus is very interesting and enjoyable to me
3. আমি একজন নির্বাচিত সদস্য- I am an elected member.
4. একজন গ্রাম্য ডাক্তার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি । A village doctor is a very important person.
৫. সে তার এলাকায় একজন পরিচিত ব্যক্তি । He is a familiar figure in his locality.
৬. সে খুব চালাক , মিশুক , খোলা মনের এবং বন্ধু সুলভ । He is very clever , sociable , open minded and friendly.
৭. স্কুলগামী ছেলে - মেয়ে এবং মহিলারা তার প্রধান খরিদ্দার । School going children and women are his main customers
৮. তোমার কাজ ক্লান্তিকর- Your work is tiresome .
৯. সে একজন আত্মনির্ভরশীল ব্যক্তি নয় He is not a self - employed person .
১১. তোমরা সভ্য জাতি নও- You are not a civilized nation .
১২. তুমি আমার বন্ধু নও- You are not my friend .
১৩. আমাদের চাহিদার তুলনায় সরকার বিদ্যুৎ উৎপাদনে আন্তরিক নয় । The government is not sincere to produce electricity in proportion to our demand .
( 3 ) কেউ “ কিছু / কেমন ” ছিল বুঝাতে ( was / were )
বাংলা বাক্যের “ কর্তা ” কিছু ছিল , ছিলাম , ছিলে , ছিলেন বুঝালে অথবা , বাংলা বাক্যের “ কর্তা ” কেমন ছিল , ছিলাম , ছিলে , ছিলেন বুঝালে তার ইংরেজী Structure নিম্নরূপ :
Affirmative : Subject + was / were + noun / adjective / adjective + noun ) + Extension .
Negative : Subject + was not / were not + noun / adjective adjective + noun ) + Extension.
[ Note: Subject Ist person singular & 3rd person singular number হলে was বসে । বাকি অন্য সকল ক্ষেত্রে were বসে । ]
Note : বাংলা বাক্যটি “ না - বোধক ” হলে তার শেষে সাধারণত ছিল না , ছিলাম না , ছিলে না , ছিলেন না ইত্যাদি থাকে । ]
Examples :
১. আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম I was a student of Dhaka University .
২. আমরা সতর্ক নাগরিক ছিলাম- We were careful citizens .
৩. স্বাধীনতার পূর্বে আমরা উপেক্ষিত ছিলাম We were ignored before freedom .
৪. এটা একটা সমৃদ্ধ দেশ ছিল- It was an enriched country .
৫. ছাত্ররা ইংরেজী শিখতে অনুপ্রাণিত ছিল না The students were not inspired to learn English.
৬. কেউ ইংরেজী শিখতে আগ্রহী ছিল না Nobody was interested to learn English .
৭. আমরা অবহেলিত ছিলাম না We were not neglected .
Note : উপরোক্ত বাক্যগুলি সব নিকট অতীত ধরে ইংরেজী করা হয়েছে । কিন্তু ঐ ধরনের বাক্য যদি দূর অতীতের হয় তাহলে তার ইংরেজী করতে was / were এর স্থলে শুধুমাত্র had been বসবে ।
যেমন : আমরা অবহেলিত ছিলাম -
We were neglected . ( নিকট অতীত বুঝাতে । )
We had been neglected . ( দূর অতীত বুঝাতে । )
( 4 ) কেউ কিছু করে বুঝাতে ( Verb এর present form )
বাংলা বাক্যের “ কর্তা ” যদি কিছু করে , করি, কর, করেন বুঝায় তাহলে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করা হয় :
Affirmative : Subject + Verb এর present form ( V1 ) + Object / Extension .
Negative : Subject + don't / doesn't + Verb এর present form ( V1 ) + Object / Extension .
এখানে , V1 = Verb এর Present form .
Note : Subject 3rd person singular number হলে verb এর সাথে " s / es " যোগ হয় ।
আবার , বাক্যটি Negative হলে এবং Subject 3rd person singular number হলে doesn't ব্যবহৃত হয় এবং তখন Verb এর সাথে s / es যোগ করতে হয় না ।
বাকী অন্য সকল ক্ষেত্রে don't ব্যবহৃত হয় ।
Examples :
১. আমি খেলা করি- I play .
২. সখ মানুষকে অনেক আনন্দ দেয়- Hobby gives pleasure to the man .
৩. তুমি একটি বাগান তৈরি কর- You make a garden .
৪. সে আমাকে সাহায্য করে- He helps me .
৫. আমি বাগানে কোন ফুলের চারা রোপণ করি না I don't plant any flower plant in my garden.
৬. সে তোমাকে ভালোবাসে না- He doesn't love you .
( 5 ) কাউকে কিছু করা হয় বুঝাতে অথবা কোন কিছু করা হয় / করা যায় বুঝাতে
( am / is / are + Verb এর past participle form )
বাংলা বাক্যের শেষে হয় / যায় থাকলে এবং এদের আগে আর একটি ক্রিয়া ( verb ) থাকলে তার ইংরেজী করতে নিচের Structure অনুসরণ করা হয় । প্রকৃত পক্ষে এ ধরনের বাক্য Present Indefinite Tense এর Passive Voice হয় ।
Affirmative : Subject + am / is / are + Verb এর past participle ( V3 ) + Extension .
Negative : Subject + am / is / are + not + Verb এর past participle ( V3 ) + Extension .
এখানে , V3 = Verb এর Past participle.
Examples :
১. জীবনে সফল হওয়ার জন্য ইংরেজী শেখা হয় English is taught to be successful in life.
২. দিনে সূর্য দেখা যায়- The sun is seen at day.
৩. রাতে আকাশে চাঁদ দেখা যায়- The moon is seen at night in the sky.
৪. বইটি বাজারে পাওয়া যায় না - The book is not got in the market.
৫. বাংলাদেশে প্রচুর ধান উৎপন্ন হয়- A lot of rice is grown in Bangladesh.
৬. আমাকে অপমান করা হয়- I am insulted .
৭. আমাকে এ সম্পর্কে জানানো হয় না- I am not informed about this .
৮. দিনে তারা দেখা যায় না- Stars are not seen at day.
৯. শিক্ষক হিসেবে আমাদের সম্মান করা হয় না We are not respected as teachers .
১০. তাদেরকে অবিশ্বাস করা হয়- They are disbelieved .
১১. তাকে শিক্ষিত করা হয় / সে শিক্ষিত- He is educated .
( 6 ) কেউ কিছু করছে বুঝাতে
( am / is / are + ing যুক্ত verb )
বাংলা বাক্যের কর্তা ( Subject ) কিছু করছে অর্থাৎ কর্তার কাজটি চলমান বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
এ ধরনের বাক্য Present Continuous Tense- এর হয় ।
Affirmative : Subject + am / is / are + ing যুক্ত verb + Object / Extension .
Negative : Subject + am / is / are + not + ing যুক্ত verb + Object / Extension .
Examples :
১. আমরা ইংরেজী শিখছি- We are learning English.
২. সে ঘুমাচ্ছে- He is sleeping.
৩. আমি তাকে ডাকছি- I am calling him .
৪. ছেলেরা মাঠে খেলছে- Boys are playing on the field.
৫. সে মসজিদে যাচ্ছে- He is going to Mosque.
৬. তারা স্কুলে যাচ্ছে না- They are not going to school.
৭. সে ভাত খাচ্ছে না - He is not eating rice.
( 7 ) কোন কিছু করা হচ্ছে / যাচ্ছে বুঝাতে অথবা , কাউকে কিছু করা হচ্ছে বুঝাতে
( am / is / are + being + Verb এর past participle)
বাংলা বাক্যের শেষে হচ্ছে / যাচ্ছে থাকলে এবং এর আগে আরও একটি ক্রিয়া ( verb ) থাকলে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় । এ ধরনের বাক্য Present Continuous Tense এর Passive voice হয়।
Affirmative : Subject + am / is / are + being + Verb এর past participle ( V3 ) + Extension .
Negative : Subject + am / is / are + not + being + Verb এর past participle ( V3 ) + Extension .
Examples :
১. তাদেরকে ইংরেজী শেখানো হচ্ছে না- They are not being taught English.
২. সন্ত্রাসীদের একটি তালিকা তৈরী করা হচ্ছে A list of the terrorist is being prepared.
৩. এখানে তার সমালোচনা করা হচ্ছে না- He is not being criticized here .
৪. রুমটি পরিষ্কার করা হচ্ছে / যাচ্ছে - The room is being cleaned .
৫. ছাত্রদের জন্য কোন ভালো গ্রামার বই লেখা হচ্ছে না Any good grammar book is not being written for the student.
৬. সন্ত্রাস দমনে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না / যাচ্ছে না No effective step is not being taken to curb the terrorism .
( 8 ) কেউ কোন কিছু করেছে বুঝাতে
বাংলা বাক্যের কর্তা কোন কাজ করেছে অথবা করেনি বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় । এ ধরনের বাক্যে Present perfect Tense এর হয়ে থাকে ।
১. তাদেরকে ইংরেজী শেখানো হচ্ছে না- They are not being taught English.
২. সন্ত্রাসীদের একটি তালিকা তৈরী করা হচ্ছে A list of the terrorist is being prepared.
৩. এখানে তার সমালোচনা করা হচ্ছে না- He is not being criticized here .
৪. রুমটি পরিষ্কার করা হচ্ছে / যাচ্ছে - The room is being cleaned .
৫. ছাত্রদের জন্য কোন ভালো গ্রামার বই লেখা হচ্ছে না Any good grammar book is not being written for the student.
৬. সন্ত্রাস দমনে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না / যাচ্ছে না No effective step is not being taken to curb the terrorism .
( 8 ) কেউ কোন কিছু করেছে বুঝাতে
( have / has + Verb past এর participle form )
বাংলা বাক্যের কর্তা কোন কাজ করেছে অথবা করেনি বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় । এ ধরনের বাক্যে Present perfect Tense এর হয়ে থাকে ।
Affirmative : Subject + have / has + Verb past এর participle ( V3 ) + Object / Extension .
Negative : Subject + have / has + not + Verb past এর participle ( V3 ) + Object / Extension .
Examples :
১. আমি কাজটি শেষ করেছি- I have done the work.
২. সে আমাদের দাওয়াত করেছে- He has invited us .
৩. আমরা তাকে অনেক বই দিয়েছি- We have given him many books.
৪. আমি এ ব্যাপারে তার সাথে কথা বলেছি I have talked with him in this regard.
৫. তারা আমার নামটি তালিকাভুক্ত করেনি- They have not enlisted my name.
৬. সে কিছুই করেনি- He has not done anything. Or, He has done nothing.
৭. আমরা তাকে কাজটি করতে অনুরোধ করিনি We have not requested him to do the work
( 9 ) কোন কিছু করা হয়েছে বুঝাতে
( have / has been + Verb এর past participle )
বাংলা বাক্যের শেষে হয়েছে বা হয়নি থাকলে এবং তাদের পূর্বে একটি Verb ( ক্রিয়া ) থাকলে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় । এ ধরনের বাক্য Present Perfect Tense এর Passive Voice হয় ।
Affirmative : Subject + have / has + been + Verb এর past participle form ( V3 ) + Extension .
Negative : Subject + have / has + not + been + Verb এর past participle form ( V3 ) + Extension .
Examples :
১. প্রধান শিক্ষকের জন্য একটি উপহার কেনা হয়েছে A gift has been bought for the headmaster .
২. এ ব্যাপারে তিন জনকে গ্রেফতার করা হয়েছে Three people have been arrested for this regard.
১. প্রধান শিক্ষকের জন্য একটি উপহার কেনা হয়েছে A gift has been bought for the headmaster .
২. এ ব্যাপারে তিন জনকে গ্রেফতার করা হয়েছে Three people have been arrested for this regard.
৩. তাকে পত্রটি লিখতে সাহায্য করা হয়েছে He has been helped to write the letter.
৪. তোমার ঘড়িটা এখনো বিক্রি করা হয়নি- Your watch has not been sold yet.
৫. আমাকে ইংরেজী শেখানো হয়নি - I have not been taught English
( 10 ) কেউ অনেক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে কিছু করছে বুঝাতে
বাংলা বাক্যের কর্তা কোন কাজ অনেক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে কিছু করছে / করে আসছে বুঝাতে অথবা , কর্তা কোন কাজ একটি নির্দিষ্ট সময় থেকে করে আসছে / করছে বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করা হয় ।
এ ধরনের বাক্য Present Perfect Continuous Tense হয় এবং বাক্যের মধ্যে ধরে / হতে / থেকে / যাবৎ ইত্যাদি থাকে এবং বাক্যে একটি সময়ের উল্লেখ থাকে । এছাড়াও বাক্যটির Verb- এর কাজ চলমান বুঝায় ।
৪. তোমার ঘড়িটা এখনো বিক্রি করা হয়নি- Your watch has not been sold yet.
৫. আমাকে ইংরেজী শেখানো হয়নি - I have not been taught English
( 10 ) কেউ অনেক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে কিছু করছে বুঝাতে
( have been / has been + ing যুক্ত verb )
বাংলা বাক্যের কর্তা কোন কাজ অনেক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে কিছু করছে / করে আসছে বুঝাতে অথবা , কর্তা কোন কাজ একটি নির্দিষ্ট সময় থেকে করে আসছে / করছে বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করা হয় ।
এ ধরনের বাক্য Present Perfect Continuous Tense হয় এবং বাক্যের মধ্যে ধরে / হতে / থেকে / যাবৎ ইত্যাদি থাকে এবং বাক্যে একটি সময়ের উল্লেখ থাকে । এছাড়াও বাক্যটির Verb- এর কাজ চলমান বুঝায় ।
Affirmative : Subject + have been / has been + ing যুক্ত verb + Obj .( যদি থাকে ) + since / for + time + Ext .
Negative : Subject + have / has + not + been + ing যুক্ত verb + Obj .( যদি থাকে ) + since / for + time + Ext .
Examples :
১. তারা অনেক্ষণ ধরে কথা বলছে / বলে আসছে They have been talking for a long time.
২. সে গাড়িটি সকাল থেকে চালাচ্ছে He has been driving the car since morning.
৩. আমরা কয়েক ঘন্টা ধরে ইংরেজী পড়ছি / পড়ে আসছি We have been reading English for a few hours.
৪. সে বইটি পড়ে আসছে - He has been reading the book.
৫. আমি শ্রেণীকক্ষে অবস্থান করে আসছি I have been staying in the classroom.
৬. তারা তো অনেক্ষণ ধরে খেলছে না They have not been playing for a long time.
৭. আমি তো তাকে দুই বছর ধরে ইংরেজী শেখাচ্ছি না I have not been teaching him English for two years
৮. রহিমা ১৯৭৬ সাল থেকে এই শহরে বাস করছে না Rahima has not been living in this city since 1976 .
( 11 ) কেউ কোন কাজ করেছিল / করল বুঝাতে
( verb এর past form Or , had + V3 )
বাংলা বাক্যের কর্তা কোন কাজ করেছিল / করল / করতাম ইত্যাদি বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
এ ধরনের বাক্য Past Indefinite অথবা Past Perfect Tense হয় । অর্থাৎ বাক্যের ঘটনাটি যদি নিকট অতীতে সম্পন্ন হয়ে থাকে তাহলে তা Past Indefinite এবং দূর অতীতে সম্পন্ন হলে তা Past Perfect Tense হবে ।
Affirmative : i ) Subject + Verb এর past form ( V 2 ) + Object / Ext . ( নিকট অতীত ) Or , ii ) Sub + had Verb এর past participle form ( V3 ) + Object / Ext . ( দূর অতীত )
Negative : i ) Subject + did not + Verb এর present form ( Vi ) + Object / Ext . ( নিকট অতীত ) Or , ii ) Subject + had not + Verb এর past participle form ( V3 ) + Object / Ext . ( দূর অতীত )
Examples :
১. সে কাজটি করেছিল / করল- He did the work . ( নিকট অতীত )
Or , He had done the work . ( দূর অতীত )
২. তারা বাড়ি এসেছিল / আসল- They came at home . ( নিকট অতীত )
Or , They had come at home ( দুর অতীত )
৩. সে আমাদের খুব আন্তরিকতার সাথে গ্রহণ করল He received us cordially .
Or, He had received us cordially.
৪. বাসস্টান্ডে আমরা আমার বন্ধুকে আমাদের জন্য অপেক্ষা করতে দেখেছিলাম / দেখলাম- We saw my friend to wait for us at the bus stand . ( নিকট অতীত )
Or. We had seen my friend waiting for us at the bus stand. (নিকট অতীত)
৫. আমি বাস ভ্রমণটি খুব উপভোগ করেছিলাম Tenjoyed the journey by bus very much(নিকট অতীত )
Or, I enjoyed the journey by bus very much. ( দূর অতীত )
৬. সে আমার দিকে তাকালো না- He did not look at me. ( নিকট অতীত )
Or, He had not looked at me. ( দূর অতীত )
৭. হাসান গতকাল মাঠে যায়নি Hasan did not go to field yesterday . ( নিকট অতীত )
৮. রহিমা ১৯৭৬ সালে আমার সাথে দেখা করেছিল না Rahima had not met me in 1976 ( দূর অতীত ) ৯. মুজিদ গত পরশু আমার সাথে দেখা করেনি / করেছিল না Muzid did not meet me the day before yesterday .
১০. সে আমার সাথে কথা বলল না / বলেনি / বলেছিল না He did not talk to me . ( নিকট অতীত )
Or , He had not talked to me . ( দূর অতীত )
( 12 ) কোন কিছু করা হলো / হতো / হয়েছিল বুঝাতে অথবা , কাউকে কোন কিছু করা হলো / হতো / হয়েছিল বুঝাতে
১. সে কাজটি করেছিল / করল- He did the work . ( নিকট অতীত )
Or , He had done the work . ( দূর অতীত )
২. তারা বাড়ি এসেছিল / আসল- They came at home . ( নিকট অতীত )
Or , They had come at home ( দুর অতীত )
৩. সে আমাদের খুব আন্তরিকতার সাথে গ্রহণ করল He received us cordially .
Or, He had received us cordially.
৪. বাসস্টান্ডে আমরা আমার বন্ধুকে আমাদের জন্য অপেক্ষা করতে দেখেছিলাম / দেখলাম- We saw my friend to wait for us at the bus stand . ( নিকট অতীত )
Or. We had seen my friend waiting for us at the bus stand. (নিকট অতীত)
৫. আমি বাস ভ্রমণটি খুব উপভোগ করেছিলাম Tenjoyed the journey by bus very much(নিকট অতীত )
Or, I enjoyed the journey by bus very much. ( দূর অতীত )
৬. সে আমার দিকে তাকালো না- He did not look at me. ( নিকট অতীত )
Or, He had not looked at me. ( দূর অতীত )
৭. হাসান গতকাল মাঠে যায়নি Hasan did not go to field yesterday . ( নিকট অতীত )
৮. রহিমা ১৯৭৬ সালে আমার সাথে দেখা করেছিল না Rahima had not met me in 1976 ( দূর অতীত ) ৯. মুজিদ গত পরশু আমার সাথে দেখা করেনি / করেছিল না Muzid did not meet me the day before yesterday .
১০. সে আমার সাথে কথা বলল না / বলেনি / বলেছিল না He did not talk to me . ( নিকট অতীত )
Or , He had not talked to me . ( দূর অতীত )
( 12 ) কোন কিছু করা হলো / হতো / হয়েছিল বুঝাতে অথবা , কাউকে কোন কিছু করা হলো / হতো / হয়েছিল বুঝাতে
was / were + V3 Or , had been + V3 )
বাংলা বাক্যের শেষে হলো, হতো, হয়েছিল অথবা, হয়নি, হতো না , হয়েছিল না ইত্যাদির যে কোন একটি থাকলে এবং তার আগে একটি Verb ( ক্রিয়া ) থাকলে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
Affirmative : i ) Subject + was / were + Verb এর past participle + Ext . ( নিকট অতীত )
Or , ii ) Subject + had been + Verb এর past participle + Ext . ( দূর অতীত )
Negative : i ) Subject + was / were + not + Verb এর past participle + Ext . ( নিকট অতীত )
Or , ii ) Subject + had not been + Verb এর past participle + Ext . ( দূর অতীত )
Examples :
১. বাংলাদেশে প্রচুর পাট উৎপন্ন হয়েছিল A plenty of jute was grown in Bangladesh . (নিকট অতীত )
Or , A plenty of jute had been grown in Bangladesh . ( দূর অতীত )
কিন্তু , গত বছর বাংলাদেশে প্রচুর পাট উৎপন্ন হয়েছিল A plenty of jute was grown in Bangladesh last year . ( নিকট অতীত )
২. আর্মি কর্তৃক অনেক সন্ত্রাসী গ্রেফতার হয়েছিল Many terrorists were arrested by army (নিকট অতীত )
Or , Many terrorists had been arrested by army . ( দূর অতীত )
৩. আমাদেরকে কমিটিতে রাখা হতো না / হয় নাই / হয়েছিল না We were not included in the committee . ( নিকট অতীত )
৪. ঈদের আগের দিন চাঁদ দেখা যায় নি / যায় নাই The moon was not seen before Eid day . ( নিকট অতীত )
Or , The moon had not been seen before Eid day . ( দূর অতীত )
৫. তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো না / হলো না He was not deprived of property . ( নিকট অতীত )
Or , He had not been deprived of property . ( দূর অতীত )
Affirmative : i ) Subject + was / were + Verb এর past participle + Ext . ( নিকট অতীত )
Or , ii ) Subject + had been + Verb এর past participle + Ext . ( দূর অতীত )
Negative : i ) Subject + was / were + not + Verb এর past participle + Ext . ( নিকট অতীত )
Or , ii ) Subject + had not been + Verb এর past participle + Ext . ( দূর অতীত )
Examples :
১. বাংলাদেশে প্রচুর পাট উৎপন্ন হয়েছিল A plenty of jute was grown in Bangladesh . (নিকট অতীত )
Or , A plenty of jute had been grown in Bangladesh . ( দূর অতীত )
কিন্তু , গত বছর বাংলাদেশে প্রচুর পাট উৎপন্ন হয়েছিল A plenty of jute was grown in Bangladesh last year . ( নিকট অতীত )
২. আর্মি কর্তৃক অনেক সন্ত্রাসী গ্রেফতার হয়েছিল Many terrorists were arrested by army (নিকট অতীত )
Or , Many terrorists had been arrested by army . ( দূর অতীত )
৩. আমাদেরকে কমিটিতে রাখা হতো না / হয় নাই / হয়েছিল না We were not included in the committee . ( নিকট অতীত )
৪. ঈদের আগের দিন চাঁদ দেখা যায় নি / যায় নাই The moon was not seen before Eid day . ( নিকট অতীত )
Or , The moon had not been seen before Eid day . ( দূর অতীত )
৫. তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো না / হলো না He was not deprived of property . ( নিকট অতীত )
Or , He had not been deprived of property . ( দূর অতীত )
( 13 ) কেউ কিছু করছিল / করতে ছিল / করছিলাম বুঝাতে
was / were + ing যুক্ত verb Or , had been + ing যুক্ত verb
এ ধরনের বাক্য সাধারণত Past Continuous অথবা , Past Perfect Continuous Tense- এর হয়ে থাকে ।
Affirmative : i ) Subject + was / were + ing যুক্ত verb + Object / Extension . ( নিকট অতীত )
Or, ii ) Subject + had been + ing যুক্ত verb + Object / Extension . ( দূর অতীত )
Negative : i ) Subject + was / were + not + ing যুক্ত verb + Object / Extension . ( নিকট অতীত )
Or, ii ) Subject + had not been + ing যুক্ত verb + Object / Extension. ( দূর অতীত )
Examples :
১. ছাত্ররা মাঠে খেলা করছিল The students were playing on the field. (নিকট অতীত)
Or, The students had been playing on the field. ( দূর অতীত )
২. বাসটি সবুজ মাঠের পাশ দিয়ে যাচ্ছিল The bus was passing through the green fields. ( নিকট অতীত )
Or, The bus had been passing through the green fields. ( দূর অতীত )
৩. আমরা ভয়ে কাঁপছিলাম- We were trembling in fear. ( নিকট অতীত )
Or, We had been trembling in fear. ( দুর অতীত )
৪. প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল- It was raining heavily . ( নিকট অতীত )
Or, It had been raining heavily. ( দূর অতীত )
৫. এক সন্ধ্যায় আমি নদীর তীরে হাটতেছিলাম / হাটছিলাম One evening, I was walking on the river bank. ( নিকট অতীত ) Or, One evening, I had been walking on the river bank. ( দূর অতীত )
৬. পাখিগুলো আকাশে উড়ছিল না The birds were not flying in the sky. (নিকট অতীত)
Or, The birds had not been flying in the sky. ( দূর অতীত )
( 14 ) কোন কিছু করা হচ্ছিল অথবা , কাউকে কিছু করা হচ্ছিল বুঝাতে
was / were + being + V3 Or , had been being + V3
Aff : i ) Sub + was / were + being + V3 + Ext . ( নিকট অতীত )
Or , ii ) Sub + had been being + V3 + Ext . ( দূর অতীত )
Neg : i ) Sub + was / were + not + being + V3 + Ext . ( নিকট অতীত
Or, ii ) Sub. + had not + been being + V3 + Ext . ( দূর অতীত এখানে, Sub. = Subject এবং V3 = Verb এর past participle.
Examples :
বন্যার্তদের সাহায্য করা হচ্ছিল The flood affected people were being helped. ( নিকট অতীত )
Or, The flood-affected people had been being helped. ( দূর অতীত )
২. বিষয়টি আলোচনা করা হচ্ছিল The matter was being discussed. ( নিকট অতীত )
Or, The matter had been being discussed. ( দূর অতীত )
৩. চোরটিকে পেটানো হচ্ছিল- The thief was being beaten. ( নিকট অতীত )
Or, The thief had been being beaten. ( দূর অতীত
৪. ১৯৭৬ সালে বইটি পড়া হচ্ছিল The book had been being read in 1976 ( দূর অতীত )
কিন্তু, বইটি পড়া হচ্ছিল- The book was being read. (নিকট অতীত)
The book had been being read. ( দূর অতীত )
৫. ১৯৭১ সালে বাংলাদেশে যুদ্ধ হচ্ছিল The war had been being held in Bangladesh in 1971. ( দূর অতীত )
৬. তাকে অপমান করা হচ্ছিল না- He was not being insulted .
( 15 ) কেউ কিছু করবে বুঝাতে
shall / will + Verb এর present form ( V1 )
বাংলা বাক্যের ‘ কর্তা ' ভবিষ্যতে কিছু ' করবে ' বা ' করবে না ' বুঝালে তার ইংরেজী করতে নিচের Structure অনুসরণ করতে হয় ।
ঐ ধরনের বাক্য Future Indefinite Tense হয় ।
Affirmative : Subject + shall / will + Verb এর present form + Object / Extension.
Negative : Subject + shall / will + not + Verb এর present form + Object / Extension.
Examples :
১. আমরা এ জাতির ভাগ্য পরিবর্তন করব এ We shall change the fate of this nation.
২. ছাত্ররা ভবিষ্যতে এ জাতিকে চালিত করবে The students will lead this nation in future.
৩. তিনি আমাদের সাথে এখানে সাক্ষাৎ করবেন- He will meet us here .
৪. ভোমরা সততার পুরস্কার পাবে- You will get the reward of honesty.
৫. আমি তাকে সাহায্য করব না- I shall not help him .
৬. সে তোমাকে এ ব্যাপারে জানাবে না He will not inform you of this matter.
( 16 ) কোন কিছু করা হবে বুঝাতে অথবা , কাউকে কিছু করা হবে বুঝাতে
shall be / will be + Verb এর past participle ( V3 )
Affirmative : Subject + shall / will + be + Verb এর past
Negative : Subject + shall / will + not be + Verb এর past participle form + Extension.
Examples :
১. তোমাকে এ ব্যাপারে সাহায্য করা হবে- You will be helped of this matter.
২. আমাদের এস.এস.সি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে Our S.S.C result will be published tomorrow .
৩. শহীদদেরকে যথাযথ সম্মান করা হবে- The martyrs will be duely respected .
৪. চিঠিগুলো আগামীকাল বিতরণ করা হবে- The letters will be distributed tomorrow.
৫. চোরটিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না The thief will not be given exemplary punishment. ৬. আমাকে বাজারে পাঠানো হবে না- I shall not be sent to market.
( 17 ) ভবিষ্যতে কেউ কিছু করতে থাকবে বুঝাতে
shall be / will be + ing যুক্ত verb
বাংলা বাক্যের ‘ কর্তা ’ কোন কাজ করতে থাকবে বা করতে থাকবে না বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Strucure অনুসরণ করতে হয় ।
Affirmative : Subject + shall / will + be + ing যুক্ত verb + Object / Extension .
Negative : Subject + shall / will + not be + ing যুক্ত verb + Object / Extension.
Examples :
১. তারা আকাশে নক্ষত্রের মত কিরণ দিতে থাকবে They will be shining in the sky like the stars.
২. আমরা কাজটি করতে থাকব- We shall be doing the work.
৩. সে আমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করতে থাকবে He will be betraying with us .
৪. ছেলেরা পুকুরে সাঁতার কাটতে থাকবে না The boys will not be swimming in the pond.
৫. আমি তাদের ইংরেজী পড়াতে থাকব না- I shall not be teaching them English.
( 18 ) কোন কিছু করা হতে থাকবে বুঝাতে অথবা , কাউকে কিছু করা হতে থাকবে বুঝাতে
( shall / will + be being + Verb এর past participle )
Structure :
Affirmative : Subject + shall / will + be being + Verb এর past participle + Extension
Negative : Subject + shall / will + not be being + Verb এর past participle + Extension .
Examples :
১. রাস্তাটি মেরামত করা হতে থাকবে- The road will be being repaired.
২. ছাত্রদেরকে স্পোকেন ইংলিশ শেখানো হতে থাকবে The students will be being taught Spoken English.
৩. প্রস্তাবটি আলোচনা করা হতে থাকবে- The proposal will be being discussed.
৪. আমাকে ইংরেজী শেখানো হতে থাকবে- I shall be being taught English.
৫. ভাত রান্না হতে থাকবে না- Rice will not be being cooked
৬. গুন্ডাটিকে শাস্তি দেওয়া হতে থাকবে না The hooligan will not be being punished .
( 19 ) কেউ কোন কাজ করে থাকবে বুঝাতে
( shall have / will have + Verb এর past participle )
বাংলা বাক্যের কর্তা কোন কাজ করে থাকবে অথবা না করে থাকবে বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
Affirmative : Sub + shall / will + have + V3 + Obj./ Ext .
Negative: Sub + shall / will + not have + V3 + Obj./ Ext .
Examples :
১. তারা কাজটি সম্পন্ন করে থাকবে- They will have finished the work.
২. আমরা আগামী শতাব্দীর মধ্যে স্বাধীনতা অর্জন করে থাকব We shall have gained freedom by the next century.
৩. সে কাজটি এর মধ্যে শেষ করে থাকবে He will have finished the work by this time.
৪. ছাত্ররা বইটি না পড়ে থাকবে- The students will not have read the book.
৫. তারা বাজারে না গিয়ে থাকবে- They will not have gone to market.
( 20 ) কেউ অনেক্ষণ ধরে কোন কাজ করতে থাকবে বুঝাতে
( shall / will + have been + ing যুক্ত verb )
বাংলা বাক্যের ' কর্তা ' অনেক্ষণ ধরে কোন কাজ করতে থাকবে বুঝাতে ( যেমন : ১ ঘন্টা ধরে , ২ দিন যাবৎ ) অথবা নির্দিষ্ট সময় থেকে ( যেমনঃ সকাল থেকে ২০১০ সাল থেকে ) কোন কাজ করতে থাকবে বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
Affirmative : Subject + shall / will + have been + ing যুক্ত verb + Object / Extension.
Negative : Subject + shall / will + not have been + ing যুক্ত verb + Object / Extension.
Examples :
১. তারা ব্যাপারটি ভাবতে থাকবে ( দূর ভবিষ্যৎ বোঝাতে ) They will have been thinking the matter . ২. লোকটি সেখানে ১০ বছর ধরে বাস করতে থাকবে The man will have been living there for ten years.
৩. আমি ১ ঘন্টা ধরে একটি বই পড়তে থাকব I shall have been reading a book for an hour. তারা
৪. ব্যাপারটি আলোচনা করতে থাকবে ( দূর ভবিষ্যৎ বোঝাতে ) They will have been discussing the matter .
৫. ছাত্ররা ১ ঘন্টা ধরে খেলতে থাকবে না The students will not have been playing for an hour.
ঘরে বসে আমাদের প্রকাশিত বইসমূহ পেতে যোগাযোগ করুন 04222-72079 নাম্বারে
( 21 ) কেউ কিছু করতে পারে / পারি / পারে না / পারি না বোঝাতে
( can / may + Verb এর present form )
বাংলা বাক্যের কর্তা কিছু করতে পারে / পারি / পারে না / পারি না বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
Structure :
Affirmative : Subject + can / may + Verb এর present form + Object / Extension .
Negative : Subject + cannot may not + Verb এর present form + Object / Extension .
Note : নিশ্চয়তা বা কোন গুণ বুঝালে can এবং সম্ভাবনা বা অনিশ্চয়তা বুঝালে may ব্যবহৃত হয়।
Examples :
১. আমি চিঠি লিখতে পারি- I can write a letter . ( নিশ্চিত অর্থে )
২. আমার ছোট বোন গান গাইতে পারে না My younger sister cannot sing a song. ( নিশ্চয়তা অর্থে )
১. আমি চিঠি লিখতে পারি- I can write a letter . ( নিশ্চিত অর্থে )
২. আমার ছোট বোন গান গাইতে পারে না My younger sister cannot sing a song. ( নিশ্চয়তা অর্থে )
৩. পানি আমাদের তৃষ্ণা মেটাতে পারে- Water can satisfy our thirst .
৪. আজ বৃষ্টি হতে পারে- It may rain today . ( সম্ভাবনা )
৫. বাবা আগামীকাল বাসায় আসতে পারেন- Father may come home tomorrow .
৬. মেয়েটি এবার পরীক্ষায় পাশ নাও করতে পারে The girl may not pass in the Examination this term
৪. আজ বৃষ্টি হতে পারে- It may rain today . ( সম্ভাবনা )
৫. বাবা আগামীকাল বাসায় আসতে পারেন- Father may come home tomorrow .
৬. মেয়েটি এবার পরীক্ষায় পাশ নাও করতে পারে The girl may not pass in the Examination this term
৭. তিনি তোমাকে সাহায্য করতে পারেন- He can help you . ( নিশ্চয়তা অর্থে )
Or, He may help you. ( সম্ভাবনা অর্থে )
Or, He may help you. ( সম্ভাবনা অর্থে )
( 22 ) কোন কিছু করা যায় / যেতে পারে / হতে পারে বুঝাতে
( can be / may be + Verb এর past participle )
Affirmative : Subject + can be may be + V3 + Ext .
Negative : Subject + cannot be / may not be + V3 + Ext .
Note : নিশ্চিত অর্থে can be এবং সম্ভাবনা অর্থে may be ব্যবহৃত হয় ।
Examples :
১. চিঠিটি লেখা যায় / যেতে পারে / হতে পারে- The letter can be written .
২. চা প্রস্তুত করা হতে পারে / যেতে পারে- Tea can be prepared .
৩. এ পানি দূষিত হতে পারে না- This water cannot be polluted .
৪. তাকে পড়ানো যেতে পারে- He may be taught .
৫. কাজটি করা যেতে পারে না- The work may not be done.
( 23 ) কারো কিছু করা উচিত / উচিত নয় বুঝাতে
( should / ought to + Verb এর present form )
Structure :
Affirmative : Subject + should / ought to + Verb এর present form + Object / Extension .
Negative : Subject + should not / ought not to + Verb এর present form + Object / Extension . Note : উচিত অর্থে আমরা বাক্যে should অথবা ought to এদের যে কোন একটা ব্যবহার করতে পারি , তবে should বেশি প্রচলিত ।
Examples :
১. আমাদের জ্ঞান অর্জন করা উচিত We should / ought to gain knowledge.
২. তোমার এ অভ্যাস ত্যাগ করা উচিত You should / ought to give up this habit.
৩. তাদের এটা বিশ্বাস করা উচিত নয়- They should not believe this .
৪. আমার তাকে শিক্ষিত করা উচিত নয়- I should not educate him .
৫. তার বইটি কেনা উচিত- He should buy the book.
( 24 ) কাউকে কিছু করা উচিত অথবা কোন কিছু করা উচিত L বুঝাতে
( should be + Verb এর past participle )
Structure :
Affirmative: Subject + should be + V3 + Ext
Negative : Subject + should not be + V3 + Ext
Examples :
১. তাকে শিক্ষিত করা উচিত- He should be educated .
২. এটা বিশ্বাস করা উচিত- It should be believed
৩. তোমাকে ভালোবাসা উচিত- You should be loved.
৪. ঘড়িটি বিক্রি করা উচিত নয়- The watch should not be sold.
৫. চিঠিটি লেখা উচিত নয় ( না ) - The letter should not be written.
৬. তাকে সাহায্য করা উচিত- He should be helped .
( 25 ) কারো কিছু আছে / নেই বুঝাতে
have / has + noun / ( Adjective + noun )
বাংলা বাক্যের কর্তার কিছু আছে / নেই বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure ব্যবহৃত হয় ।
Affirmative : Subject + have / has + noun / ( Adjective + noun ) + Extension .
Negative : Subject + don’t /doesn’t + have + noun / ( Adjective + noun ) + Extension
Negative : Subject + don’t /doesn’t + have + noun / ( Adjective + noun ) + Extension
Note: Subject 3rd person singular number হলে Affirmative sentence এর ক্ষেত্রে has এবং Negative Sentence- এর ক্ষেত্রে doesn't have ব্যবহৃত হয় । অন্যান্য Person ও Number এর ক্ষেত্রে Affirmative এ have এবং Negative এ don't have ব্যবহৃত হয় ।
Examples :
১. আমার একটি গাড়ি আছে- I have a car.
২. দেশটির অতীত গৌরব আছে- The country has a glorious past.
৩. ফাহাদের মেধা আছে- Fahad has merit.
৪. সমাজের জন্য তার অনেক কিছু করার আছে He has many things to do for the society.
তাদের জিজ্ঞাসা করার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে They have some important question like to ask .
৬. তার অনেক ছাগল নেই- He doesn't have a lot of goats.
Note : বাংলা বাক্যে ‘ কোন ' শব্দ থাকলে don't have / doesn't have এরপর any বসে ।
যেমনঃ ৭. তোমার কোন রাজনৈতিক ধারণা নেই You don't have any political concept .
৮. আমার কোন সন্তান নেই- I don't have any child.
(26 ) কারো কিছু ছিল / ছিল না বুঝাতে
had + noun / ( Adjective + noun )
বাংলা বাক্যের কর্তার কিছু ছিল / ছিলনা বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure ব্যবহৃত হয় ।
Affirmative : Subject + had + noun / ( Adjective + noun ) + Extension .
Negative : Subject + didn't have + noun / ( Adjective noun ) + Extension .
Negative : Subject + didn't have + noun / ( Adjective noun ) + Extension .
Examples :
১. আমার একটি গাড়ি ছিল- I had a car .
২. রশিদ সাহেবের প্রচুর সম্পদ ছিল- Mr Rashid had a lot of wealth.
৩. মাহামুদ নামে আমার একজন বন্ধু ছিল- I had a friend named Mahamud
৪. আমার কোন টাকা ছিল না- I didn't have any money .
৫. তার কোন পুত্র সন্তান ছিল না- She didn't have any male child .
৬. তার কোন বুদ্ধি ছিল না He didn't have any intelligence .
( 27 ) কেউ অবশ্যই / নিশ্চয়ই কিছু করবে বুঝাতে
( must + Verb এর present form )
বাংলা বাক্যের কর্তা অবশ্যই কিছু করবে বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ হয় ।
Affirmative : Subject + must + Verb এর present form Object / Extension .
Negative : Subject + must not + Verb এর present form + Object / Extension
Negative : Subject + must not + Verb এর present form + Object / Extension
Note : Must বাধ্যবাধকতা ( obligation ) প্রকাশ করে । সহজভাবে বলা যায় কেউ কোন কাজ অবশ্যই করবে বুঝালে ইংরেজী বাক্যে must ব্যবহার করতে হয় । *
Must ব্যবহৃত বাক্য বর্তমান ( Present ) বা ভবিষ্যৎ ( future ) অর্থ প্রকাশ করে ।
Must একটা Modal verb Must এর Present ও Future Form একই ।
Must এর কোন Past form নেই । তাই , অতীতকালের বাধ্যবাধকতা প্রকাশ করতে ব্যবহার করা হয় । Subject- টি 3rd person singular number হলেও Must এর সাথে কিংবা মূল verb এর সাথে s / es যোগ করতে না
Examples :
১. আমি অবশ্যই সেখানে যাব- I must go there .
২. সে অবশ্যই চিঠিটি লিখবে- He must write the letter.
৩. সে অবশ্যই তোমাকে ফোন করবে- He must ring you up .
৪. তুমি সকালে অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে You must get up early in the morning.
৫. তুমি অবশ্যই মিথ্যা কথা বলবে না - You must not tell a lie .
৬. তোমরা অবশ্যই ক্লাসে গোলমাল করবে না You must not make a noise in the class.
৭. আমরা অবশ্যই ধূমপান করবো না- We must not smoke.
( 28 ) অবশ্যই কাউকে কিছু করা হবে অথবা , অবশ্যই কোন কিছু করা হবে / করতে হবে বুঝাতে
Affirmative: Subject + must be + Verb এর past participle form Extension.
Negative: Subject + must not be + Verb এর past participle form Extension.
১. আমি অবশ্যই সেখানে যাব- I must go there .
২. সে অবশ্যই চিঠিটি লিখবে- He must write the letter.
৩. সে অবশ্যই তোমাকে ফোন করবে- He must ring you up .
৪. তুমি সকালে অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে You must get up early in the morning.
৫. তুমি অবশ্যই মিথ্যা কথা বলবে না - You must not tell a lie .
৬. তোমরা অবশ্যই ক্লাসে গোলমাল করবে না You must not make a noise in the class.
৭. আমরা অবশ্যই ধূমপান করবো না- We must not smoke.
( 28 ) অবশ্যই কাউকে কিছু করা হবে অথবা , অবশ্যই কোন কিছু করা হবে / করতে হবে বুঝাতে
( must be + V3 )
Affirmative: Subject + must be + Verb এর past participle form Extension.
Negative: Subject + must not be + Verb এর past participle form Extension.
Examples :
১. তোমাকে অবশ্যই তাদের বাড়ি পাঠানো হবে- You must be sent at their house.
২. চিঠিটি অবশ্যই লিখতে হবে / লেখা হবে- The letter must be written.
৩. অবশ্যই চা প্রস্তুত করা হবে- Tea must be prepared .
৪. অবশ্যই পানি দূষিত করা হবে না- Water must not be polluted.
৫.অবশ্যই স্কুলটি পরিষ্কার করা হবে- The school must be cleaned.
৬. তোমাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে- You must be punished.
( 29 ) কোন স্থানে কিছু আছে / নেই বুঝাতে
( There + is / are )
বাংলা বাক্যের শুরুতে কোন স্থানের কথা উল্লেখ থেকে বাক্যের শেষে আছে বা নেই । থাকলে তার ইংরেজী করতে নিম্নের Structure টি অনুসরণ করতে হয় ।
Affirmative : There + is / are + noun / ( Adjective + noun ) + place . Note : Noun টি singular হলে is এবং plural হলে are বসে ।
Negative : There + is no / not any + singular noun + place . ii ) There + are not + plural noun + place .
Note : বাংলা বাক্যে কোন ......... নেই থাকলে তার ইংরেজীতে no + noun অথবা , not any + noun ব্যবহৃত হয় ।
* * স্মরণীয় , Noun এর আগে no এবং adjective- এর আগে not বসে ।
Examples :
১. আকাশে অনেক তারা আছে- There are many stars in the sky.
২. মসজিদে একজন লোক আছে- There is a man in the mosque.
৩. ঘরের দরজায় একটি বিড়াল আছে- There is a cat at the door of the house.
৪. সেখানে কোন মানুষ নেই- There is no man there .
Or, There is not any man there.
৫. বাক্সে একটিও কলম নেই- There is not a single pen in the box.
৬. তাদের গ্রামে কোন মন্দির নেই- There is no temple in their village,
or, There is not any temple in their village.
৭. আমাদের পুকুরে কোন মাছ নেই- There is no / not any fish in our pond.
( 30 ) কোন স্থানে কিছু ছিল বা ছিল না বুঝাতে
( There was / were )
বাংলা বাক্যের শুরুতে কোন স্থানের কথা উল্লেখ থেকে বাক্যের শেষে ছিল বা ছিল না থাকলে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
Affirmative : There + was / were + noun / ( Adj . + noun ) + place .
Negative : i ) There + was + no / not any + singular noun + place .
ii ) There + were not + plural noun + place .
Note: Noun টি singular হলে was এবং plural হলে were বসে ।
Examples :
১. আমাদের কলেজে একজন ভালো শিক্ষক ছিলেন There was a good teacher in our college.
২. আমাদের পুকুর পাড়ে অনেক বড় বড় গাছ ছিল There were many big trees on our pond side.
৩. তার শরীরে কোন তাপ ছিল না- There was no heat in his body .
৪. আমাদের গ্রামে কোন ভালো রাজনীতিবিদ ছিল না There was no / not any famous politician in our village.
৫. তার মনে কোন দুঃখ ছিল না- There was no sorrow in his mind .
৬. তার পকেটে অনেক টাকা ছিল না- There were not much money in his pocket.
( 31 ) কেউ কিছু হয়েছে বা হয়নি বুঝাতে
( have / has + been + noun / adjective )
বাংলা বাক্যের কর্তা কিছু হয়েছে বা হয়নি বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করতে হয় ।
Affirmative : Subject + have / has + been + noun / adjective / ( Adjective + noun ) + Ext .
Negative : Subject + have / has + not been + noun / adjective / ( Adjective + noun ) + Ext .
Examples :
১. সে একজন ভালো ছাত্র হয়েছে - He has been a good student.
২. সে খুব সুখী হয়েছে - He has been very happy.
৩. তিনি একজন শিক্ষক হননি- He has not been a teacher.
৪. আমি খুব জনপ্রিয় হইনি- I have not been very popular.
৫. আমরা এ দেশের নাগরিক হয়েছি- We have been the citizens of this country.
৬. তোমরা জাতির গৌরব হয়েছ- You have been the glory of the nation.
( 32 ) ক্রিয়া বিহীন বাংলা বাক্য
( have been / has been )
ক্রিয়া বিহীন বাংলা বাক্যের কাজটি যদি অতীত থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে বুঝায় , তবে Subject- এর পর have been / has been ব্যবহৃত হয় ।
যেমন :
১. মিনহাজ দুই দিন যাবৎ অসুস্থ- Minhaz has been ill for two days .
২. সাথী সোমবার থেকে অনুপস্থিত- Sathee has been absent since Monday.
৩. বাড়িটি তিন বছর যাবৎ তালাবদ্ধ- The house has been locked for three
৪. আমাদের মাদ্রাসা গত সোমবার হতে খোলা years . Our Madrasha has been open since Monday last.
৫. সে দুই বছর ধরে এদেশের নাগরিক হয়েছে He has been the citizen of this country for two years. Note : বাংলা বাক্যে ধরে / যাবৎ থাকলে for এবং হতে / থেকে থাকলে since বসে ।
২. সাথী সোমবার থেকে অনুপস্থিত- Sathee has been absent since Monday.
৩. বাড়িটি তিন বছর যাবৎ তালাবদ্ধ- The house has been locked for three
৪. আমাদের মাদ্রাসা গত সোমবার হতে খোলা years . Our Madrasha has been open since Monday last.
৫. সে দুই বছর ধরে এদেশের নাগরিক হয়েছে He has been the citizen of this country for two years. Note : বাংলা বাক্যে ধরে / যাবৎ থাকলে for এবং হতে / থেকে থাকলে since বসে ।
33 ) কেউ কিছু হবে / হবে না বুঝাতে
( shall be / will be + noun / adjective )
বাংলা বাক্যের কর্তা কিছু হবে বুঝালে তার ইংরেজী করতে নিম্নের Structure অনুসরণ করা হয় ।
Note : এক্ষেত্রে হব / হবে / হবেন এর পূর্বে noun বা adjective থাকে ।
Affirmative : Subject + shall be will be + noun / adjective ( adjective + noun ) + Ext
Negative : Subject + shall / will + not be + noun / adjective / ( adjective + noun ) + Ext.
Examples :
১. আমরা তাদের সমর্থক হবো- We shall be their supporters.
২. তারা এ দেশের প্রতিনিধি হবে They will be the representatives of this country.
৩. আমি একজন আদর্শ মানুষ হবো- I shall be an ideal man.
৪. তারা কাজটি করতে আন্তরিক হবে- They will be cordial to do the work
৫. আমি একজন শিক্ষক হবো- I shall be a teacher.
৬. তারা ভালো হবে না- They will not be good.
৭. সে বাংলা শিখতে আগ্রহী হবে না- He will not be interested to learn Bangla form
( 34 ) কেউ কিছু করতে চায় / চাই / চাও / চান বোঝাতে
( want / wants + to + Verb এর present form )
বাংলা বাক্যের কর্তা কিছু করতে চায় / চাই / চাও / চান বুঝালে তার ইংরেজী করতে নিয়ের Structure অনুসরণ করতে হয় ।
Affirmative : Subject + want / wants + to Verb এর present form + Object / Extension.
Negative : Subject + don't / doesn't + want Verb এর present form + Object / Extension .
Examples :
আমি তার সাথে দেখা করতে চাই- I want to meet him.
আমরা এখানে অপেক্ষা করতে চাই- We want to wait here.
৩. সে জীবনে উন্নতি করতে চায়- He wants to prosper.
৪. আমি এ খাবার খেতে চাই না- I don't want to eat this food.
৫. সে তোমাকে ভালোবাসতে চায় না- He doesn't want to love you.
আমি চাই তুমি আজ ইংরেজী পড়- I want you to study English today.
(35 ) কেউ কিছু করতে চেয়েছিল বুঝাতে
Affirmative : Subject + wanted to + Verb এর present form + Object / Extension . Negative : Subject + didn't want to + Verb এর present form + Object / Extension .
আমি তার সাথে দেখা করতে চাই- I want to meet him.
আমরা এখানে অপেক্ষা করতে চাই- We want to wait here.
৩. সে জীবনে উন্নতি করতে চায়- He wants to prosper.
৪. আমি এ খাবার খেতে চাই না- I don't want to eat this food.
৫. সে তোমাকে ভালোবাসতে চায় না- He doesn't want to love you.
আমি চাই তুমি আজ ইংরেজী পড়- I want you to study English today.
(35 ) কেউ কিছু করতে চেয়েছিল বুঝাতে
( wanted to + Verb এর present form )
Affirmative : Subject + wanted to + Verb এর present form + Object / Extension . Negative : Subject + didn't want to + Verb এর present form + Object / Extension .
Examples :
1. তারা একটি বনভোজনের আয়োজন করতে চেয়েছিল They wanted to arrange a picnic .
2. সে ভাত খেতে চাইল না / চেয়েছিল না- He didn't want to eat rice.
3. সে চা পান করতে চেয়েছিল - He wanted to drink tea.
4. সে আমার সাথে দেখা করতে চেয়েছিল - He wanted to meet me
5. সে একটি কবিতা লিখতে চেয়েছিল - He wanted to write a poem.
6. মামুন চেয়েছিল রতন কাজটা করুক- Mamun wanted Ratan to do the work.
( 36 ) কেউ কিছু করতে চাইবে / চাবে বোঝাতে
shall / will + want + to + Verb এর present form
Structure :
Affirmative : Subject + shall / will + want + to + Verb এর present form + Object / Extension.
Negative : Subject + shall / will + not + want + to + Verb এর present form + Object / Extension.
Examples :
১. সে খেলাধুলা করতে চাইবে / চাবে- He will want to play .
২. সে এই পদের জন্য দরখাস্ত করতে চাইবে- He will want to apply for this post
৩. তোমার কোন কাজ করতে চাইবে না- You will not do any work.
৪. সে তোমাকে খুন করতে চাইবে / চাবে- He will want to kill you .
৫. রহিম তোমাকে বিয়ে করতে চাইবে না- Rahim will not want to marry you
৬. সে চাইবে তুমি দরখাস্তটি লিখ- He will want you to write the application
( 37 ) কাউকে কিছু করতে হবে বুঝাতে
Structure :
Affirmative : Subject + have to / has to + Verb এর present form + Object / Extension.
Negative : Subject + have / has + not to + Verb এর present form + Object / Extension.
১. সে খেলাধুলা করতে চাইবে / চাবে- He will want to play .
২. সে এই পদের জন্য দরখাস্ত করতে চাইবে- He will want to apply for this post
৩. তোমার কোন কাজ করতে চাইবে না- You will not do any work.
৪. সে তোমাকে খুন করতে চাইবে / চাবে- He will want to kill you .
৫. রহিম তোমাকে বিয়ে করতে চাইবে না- Rahim will not want to marry you
৬. সে চাইবে তুমি দরখাস্তটি লিখ- He will want you to write the application
( 37 ) কাউকে কিছু করতে হবে বুঝাতে
( have to / has to + Verb এর present form )
Structure :
Affirmative : Subject + have to / has to + Verb এর present form + Object / Extension.
Negative : Subject + have / has + not to + Verb এর present form + Object / Extension.
Examples :
আমাকে অনেক দূর যেতে হবে- I have to go a long distance.
২. আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে We have to protest against injustice .
৩. তাকে ধূমপান ছেড়ে দিতে হবে- He has to give up smoking.
৪. তোমাকে এখন ভাত রান্না করতে হবে না- You have not to cook rice now .
আমাকে অনেক দূর যেতে হবে- I have to go a long distance.
২. আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে We have to protest against injustice .
৩. তাকে ধূমপান ছেড়ে দিতে হবে- He has to give up smoking.
৪. তোমাকে এখন ভাত রান্না করতে হবে না- You have not to cook rice now .
Note : কাউকে কিছু করতে হয়েছিল বুঝালে had to ব্যবহৃত হয় ।
যেমন :
১. আমাকে অনেক দূর যেতে হয়েছিল- I had to go a long distance.
২. তাকে ধূমপান ছেড়ে দিতে হয়েছিল- He had to give up smoking.
( 38 ) কাউকে কিছু করতে হয় বোঝাতে
Structure :
Affirmative : Subject + am to / is to / are to + Verb এর present form + Object / Extension .
২. তাকে ধূমপান ছেড়ে দিতে হয়েছিল- He had to give up smoking.
( 38 ) কাউকে কিছু করতে হয় বোঝাতে
( am to / is to are to + Verb এর present form )
Structure :
Affirmative : Subject + am to / is to / are to + Verb এর present form + Object / Extension .
Negative : Subject + am / is / are + not to + Verb এর present form + Object / Extension.
Examples :
১. তাকে আমাদের বাড়ি আসতে হয়- He is to come / visit to our home.
২. জেলেদেরকে প্রচন্ড শীতেও মাছ ধরতে হয় The fishermen are to catch fish even in the bitter cold
১. তাকে আমাদের বাড়ি আসতে হয়- He is to come / visit to our home.
২. জেলেদেরকে প্রচন্ড শীতেও মাছ ধরতে হয় The fishermen are to catch fish even in the bitter cold
৩. আমাকে মায়ের কাছে প্রতি সপ্তাহে চিঠি লিখতে হয় I am to write a letter to my mother in every week.
৪. মেয়েটিকে ভাতও রান্না করতে হয়- The girl is to cook rice too.
৫. তোমাকে প্রতিদিন স্কুলে যেতে হয় না- You are not to go to school every day.
৪. মেয়েটিকে ভাতও রান্না করতে হয়- The girl is to cook rice too.
৫. তোমাকে প্রতিদিন স্কুলে যেতে হয় না- You are not to go to school every day.
Note : কাউকে কিছু করতে হতো বুঝালে was to / were to ব্যবহৃত হয় ।
যেমনঃ -
১.একজন ছাত্রকে অনেক বই পড়তে হতো- A student was to read many books.
৩. তাদেরকে ব্যাপারটি ভাবতে হতো- They were to think the matter.
( 39 ) যেমন .......... তেমন ( as …..as )
Structure : Subject + be verb + as প্রথম adjective + as + Pronoun ( Sub এর Pronoun form ) + be verb + দ্বিতীয় adjective.
Examples :
১. ছেলেটি যেমন চালাক তেমন মেধাবী- The boy is as clever as he is brilliant.
২. Milk যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু Milk is as nutritious as it is delicious.
৩. ভ্রমণ যেমন আনন্দময় তেমন শিক্ষামূলক Journey is as pleasant as it is educative.
৪. শিশুটি যেমন ছিল মোটা তেমন ছিল ভারী- The baby was as fat as it was heavy.
৫.অঙ্কটি যেমন বড় তেমন কঠিন ছিল- The sum was as large as it was difficult.
৬. সে যেমন মেধাবী হবে তেমন জ্ঞানী হবে He will be as brilliant as he will be wise.
40 ) একটা জিনিস থেকে আর একটা জিনিস বেশী পছন্দ করা ' বুঝাতে
( Prefer to )
Structure : Subject + prefer + বেশী পছন্দনীয়টা + to + কম পছন্দনীয়টা ।
Note : পছন্দনীয় জিনিসটা verb হলে তার সাথে ing যোগ করে noun করে নিতে হয়
Examples :
১. মেয়েটি কাপড় কাঁচার চেয়ে রান্না করা বেশী পছন্দ করে The girl prefers cooking to washing cloth.
২. সে পড়ার চেয়ে লিখতে বেশী পছন্দ করে- He prefers writing to reading .
৩. আমার ভাই ফুটবলের চেয়ে ক্রিকেট বেশী পছন্দ করতো My brother prefered cricket to football .
৪. আমি শহুরে জীবনের থেকে গ্রাম্য জীবন বেশী পছন্দ করি I prefer village life to town life.
৫. তিনি অপমানের চেয়ে মৃত্যুকে বেশী পছন্দ করেন He prefers death to dishonour.
৫. তিনি অপমানের চেয়ে মৃত্যুকে বেশী পছন্দ করেন He prefers death to dishonour.
নিজে ঠিক থাকলেই হল , লোকে কী বলে না - বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় ।
-রুজভেল্ট
Note: Please let us know If you found any mistakes regarding these roles.
1 Comments
এর আগে অনেক আমি অনেক রুল ফলো করেছি ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু এটা রুলস আমার কাছে অনেক সহজ লেগেছে এবং আমি অনেক কিছু শিখতে পেয়েছি এখান থেকে Thank you
ReplyDelete